নিউজ ডেস্ক: সবার তথ্য অধিকার পূরণে আশা নিয়ে ২০১২ সালে ‘উইকিপিডিয়া জিরো’ নামের প্রকল্প শুরু করেছিল অনলাইন এনসাইক্লোপিডিয়া সাইট উইকিপিডিয়ার মালিক প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশন। এই প্রকল্পের মূল ধারণাটি হচ্ছে- উন্নয়নশীল দেশগুলোতে টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠানগুলো অধিবাসীদের কোনো ডেটা চার্জ ছাড়াই উইকিপিডিয়ার তথ্য দেখার সুযোগ দেবে। কিন্তু এবার ২০১৮ সালের মধ্যে এই প্রকল্প বন্ধের পরিকল্পনা করেছে সংস্থাটি।
প্রযুক্তি সাইট এনগ্যাজেট-এর এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
এই প্রকল্প বন্ধের কিছু কারণ উল্লেখ করেছে উইকিমিডিয়া। এগুলোর মধ্যে একটি হচ্ছে কম জানাশোনা। উন্নয়নশীল দেশগুলোর অধিবাসীরা উত্তর আমেরিকা আর ইউরোপের লোকদের মতো উইকিপিডিয়া সম্পর্কে ততোটা অবগত নন।
এ ছাড়াও শেষ কয়েক বছরে মোবাইল ফোনে ডেটা ব্যবহারের খরচ কমে গেছে। এ কারণে অনেক ব্যবহারকারী কোনো বিশেষ ছাড় ছাড়াই উইকিপিডিয়া ব্রাউজ করতে পারছেন, তাদের জন্য জিরো প্রকল্পটি হয়তো অতোটা আকর্ষণীয় নয়।