চুয়াডাঙ্গা পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে জেলা শহরের বিভিন্ন স্থানে ডেঙ্গু চিকিৎসা বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় শহরের শহীদ হাসন চত্বর থেকে শুরু করে শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রাফিতুল্লাহ মহলদার, যুগ্ম সম্পাদক মো. হাফিজুর রহমান মুক্ত, সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াছিন হাসান কাকান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান সাদিদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হামিদ উদ্দিন বাবু, জেলা যুবদলের গ্রামবিষয়ক সম্পাদক ইকরামুল হক, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, আরিফ আহমেদ শিপলু, সাইমুম মিশা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম.এম. হাসান, যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, ফরিদ হোসেন, পৌর কৃষক দলের আহ্বায়ক হাবিবুল্লাহ জোয়ার্দার ছটি, সদস্য আশাদুল হক জোয়ার্দার আলো, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, যুগ্ম আহ্বায়ক মহাসিন আলী, পৌর ছাত্রদলের সদস্যসচিব মো. মাজেদুল আলম মেহেদী, সদস্য শাহরুখ খান প্রমুখ।