বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, চলতি সপ্তাহে এই নিয়ে ৩২ জনের প্রাণহানি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি সপ্তাহে ৩২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। শুক্রবার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যুর পাশাপাশি হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬৬ জন রোগী। চলতি বছর ডেঙ্গুতে ৩৪২ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত পাঁচজনের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন হাসপাতালে মারা গেছেন। এ ছাড়া বাকি দুজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৫০১ ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে ৬৫ হাজার ২৯৪ জন ছাড়পত্র পেয়েছে।

এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৬২৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular