বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

ডিসেম্বরে বিয়ে হচ্ছে না কোহলি-আনুশকার !

নিউজ ডেস্ক:

বিরাট কোহলি-আনুশকা শর্মা। একজন ক্রিকেট মাঠে ঝড় তুলে অভ্যস্ত, অন্যজন বক্স অফিসে।
আলোচিত এই জুটিকে নিয়ে ভারতের সর্বত্রই গুঞ্জণ। সময় যতই গড়াচ্ছে গুঞ্জণের পারদ ততই চড়ছে।

সম্প্রতি গুঞ্জন শুরু হয়- বিয়ের পিঁড়িতে বসছেন কোহলি-আনুশকা। তাও আবার ডিসেম্বরেই। কিন্তু গুজবকে উড়িয়ে দিয়ে আনুশকা শর্মা বলছেন, ডিসেম্বরে বিয়ের কোনো পরিকল্পনাই নেই।

গত সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফর করে এসেছে ভারত। ডিসেম্বরে আবারও শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বিরাট কোহলির দল। কিন্তু এ সফরে নিয়মিত অধিনায়ক কোহলিকে দলে পাচ্ছে না ভারত।

শ্রীলঙ্কা সফর থেকে নিজেকে সরিয়ে নিতে এরই মধ্যে আবেদন করেছেন কোহলি।
ব্যক্তিগত কারণ দেখিয়ে বোর্ডের কাছে ছুটি চেয়েছেন তিনি। এরপর থেকেই গুঞ্জন- কী এমন ব্যক্তিগত কারণে হঠাৎ করে ছুটি চেয়েছেন কোহলি?

গুজব রটে, ডিসেম্বরেই বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে বিয়ে করতে যাচ্ছেন কোহলি। বিয়ের জন্যই ডিসেম্বরে ছুটি চেয়েছেন তিনি, এমনটিই দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।

তবে বিয়ের খবর উড়িয়ে দিয়েছেন আনুশকা শর্মা। তিনি জানান, ডিসেম্বরে বিয়ের কোনো পরিকল্পনাই নেই। এ খবরের কোনো সত্যতা নেই। কোহলি ও আনুশকার বিয়ের খবর পুরোটাই গুজব বলে দাবি করেন তিনি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular