মেহেরপুরের মুজিবনগর বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধনকালে এসপি মুরাদ আলী

0
38

ডিসেম্বরের মধ্যেই এ জেলাকে মাদকমুক্ত ঘোষণা করব
নিউজ ডেস্ক:মুজিবনগর উপজেলার দারিয়াপুরে ও গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১দিকে ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি’ এ স্লোগানে মুজিবনগর উপজেলার দারিয়াপুরে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে এস এম মুরাদ আলী বলেন, ‘মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চুরি-ডাকাতিসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের সব থেকে বড় সোর্স হলো সাধারণ জনগণ। জনগণের সঠিক তথ্যের ওপর ভিত্তি করেই পুলিশ কাজ করে। একটা থানার আওতাধীন এলাকায় অনেক সমস্যা থাকে যা আমরা সকল কিছু জানতে পারি না। তাই সব সময় আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনাদের এলাকার যেকোনো ঘটনার সঠিক তথ্য পুলিশকে দেবেন। আপনাদের পরিচয় গোপন রেখে পুলিশ কাজ করে যাবে।’ বিট পুলিশিংয়ের বিষয়ে পুলিশ সুপার বলেন, একটা এলাকা নিয়ে একটি থানা গঠিত হয়। সাধারণ জনগণকে যেকোনো ধরনের সেবা নিতে কষ্ট করে থানায় যেতে হয়। আর যেন কাউকে থানায় যেতে না হয়, তাই সবার দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমরা উপজেলার প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিংয়ের উদ্যোগ নিয়েছি। আপনারা যেকোনো ধরনের ছোট-খাটো সমস্যা এই বিট পুলিশিংয়ের কার্যালয় থেকে সমাধান করতে পারবেন। এছাড়া আপনার জানেন, মেহেরপুর জেলায় ইতোমধ্যে অনেকটা মাদক নির্মূলে চলে এসেছে। আমরা মাদকাসক্তদের শনাক্তকরণ করার জন্য কিট নিয়ে আসার ব্যবস্থা করছি। কিট আসলে প্রথমে পুলিশের ভেতর যারা মাদকাসক্ত আছে, আমরা প্রথমত সেই পুলিশ সদস্যদের ডোপ টেস্টের মধ্য দিয়ে দিয়ে অভিযান শুরু করব। আর যদি কেউ মাদকাসক্ত শনাক্ত হয়, তাহলে তাকে আইনের আওতায় নিয়ে এসে চাকরি থেকে বাদ দেওয়ার সকল ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া আপনারা যদি পুলিশকে সহযোগিতা করেন, আমি কথা দিচ্ছি আগামী ডিসেম্বরের মধ্যে মেহেরপুর জেলাকে মাদকমুক্ত ঘোষণা করব।
বিট পুলিশিং কর্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাশেমের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুস্তাকিম হক খোকন, সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তহমিনা খাতুন প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মুজিবনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাঁদু। এর আগে অতিথিরা অনুষ্ঠানে পৌঁছালে মুজিবনগর থানার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে পুলিশ সুপার ফিতা কেটে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করেন। উল্লেখ্য, মুজিবনগর উপজেলার চার ইউনিয়নে মোট ৫টি বিট পুলিশিং অফিস চালু করা হবে। যার মধ্যে গতকাল রোববার দারিয়াপুর, মোনাখালি ও মহাজনপুরে ৩টি বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়।
গাংনী:
মেহেরপুরের গাংনীতে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের হেমায়েতপুর পুলিশ ক্যাম্প চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। গাংনী থানা পুলিশ আয়োজিত কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম ও রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিট পুলিশিং কমিটির রাইপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ, সদস্য সেকেন্দার আলী মাস্টার, রাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মোখলেছসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানটি পরিচালনা করেন গাংনী থানার উপপরিদর্শক এসআই নুরু ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পুলিশি সেবা দ্রুত নিশ্চিত করতে বিট পুলিশিং কার্যক্রম জনগণের সব ধরণের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এক্ষেত্রে গাংনী উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১২টি বিট অফিস কার্যক্রম চালু করা হলো।