বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

ডিএসএলআর ক্যামেরা ফিচার ফোন এনেছে ‘মটো’

নিউজ ডেস্ক:

বর্তমানে সময়ে সবাই ছবি তুলতে পছন্দ করে। তার জন্যে অনেক সংস্থা অল্প দামে বাজারে ভালো ক্যামেরা নিয়ে আসছে। কিন্তু অনেকে এমন আছেন যারা ফোনের ক্যামেরা কোয়ালিটি ডিএসএলআরের মত চাই। এবার তাদের কথা মাথায় রেখে ডিএসএলআর ক্যামেরার ফিচার সমৃদ্ধ একটি ফোন বাজারে আনছে ‘মটো’। ফোনটির মডেল মটো ‘জেড২ প্লে’। ফোনটিতে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং পাওয়ারফুল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফোনটিতে আছে ৪ জিবি র‌্যাম। এতে আছে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। মিড কোয়ালিটির এই ফোনটি অ্যানড্রয়েড নুগাট অপারেটিং সিস্টেমে চলবে।

‘মটো জেড ২ প্লে’ ফোনটিতে ৫.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০×১৯২ পিক্সেল। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২১ মডেলের প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি দুইটি মেমোরি ভার্সনে পাওয়া যাবে। একটিতে আছে ৩২ জিবি। অন্যটি ৬৪ জিবির। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগ আছে।

ফোনটির ফ্রন্ট ক্যামেরা যদিও ৫ মেগাপিক্সেলের কিন্তু রিয়ার ক্যামেরায় আছে ১৬ মেগাপিক্সেল। তাই এটি দিয়ে ভালো কোয়ালিটির ছবি তোলা যাবে। ফোনটি ওয়াটারপ্রুফ এবং ডাস্টপ্রুফ। ফোনটির দাম ৩০ হাজার টাকার কাছাকাছি ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular