ডিআর কঙ্গোতে ভয়াবহ হামলায় ১৫ শান্তিরক্ষী নিহত !

0
14

নিউজ ডেস্ক:

গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে ভয়াবহ হামলায় জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের কমপক্ষে ১৫ সদস্য নিহত হয়েছে। এ সংস্থার সাম্প্রতিক ইতিহাসে এটি ছিল সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। শুক্রবার কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জানায়, বৃহস্পতিবার রাতে নর্থ কিভু প্রদেশে শান্তিরক্ষী বাহিনীর এসব সদস্য নিহত হয়। সেখানে হামলায় তাদের সাথে কঙ্গোর পাঁচ সৈন্যও প্রাণ হারায়। এতে ৫৩ জন আহত হয়েছে।
জাতিসংঘ মহাসচিব এ হামলার কঠোর ভাষায় সমালোচনা করেন এবং তিনি এটিকে একটি ‘জঘন্য’ কাজ হিসেবে অভিহিত করেন।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি এই হামলার কঠোর নিন্দা জানাই। জাতিসংঘ শান্তিরক্ষীদের বিরুদ্ধে এ ধরণের হামলা কোনভাবেই মেনে নেয়া যায় না।’
ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলে দীর্ঘদিন ধরে সহিংসতা চললেও এ বছর সরকারি বাহিনী ও বিভিন্ন মিলিশিয়া গ্রুপের মধ্যে লড়াই উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। এছাড়া দেশটিতে জাতিগত সংঘাতও অনেক বৃদ্ধি পেয়েছে।