নিউজ ডেস্ক:
অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের স্বপ্ন ছিলো ডায়াবেটিস নিয়ন্ত্রণের সেন্সর তৈরি করা। তিনি চলে গেলেও প্রতিষ্ঠাতার স্বপ্নের প্রতি শ্রদ্ধা রেখেছেন বর্তমান প্রধান নির্বাহী টিম কুক। অ্যাপলের এক গবেষক দল কাজ করছেন ডায়াবেটিস নিয়ন্ত্রণের সেন্সর তৈরিতে।
কাজের অগ্রগতি কেমন বা কয়জন গবেষক এই প্রকল্পে কাজ করছেন এই সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। তবে গোপন এই গবেষণা দলে ৩০-৪০ জন জৈবচিকিৎসা গবেষক কাজ করছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি।
ক্যালিফোর্নিয়ার অ্যাপলের কর্পোরেট প্রধান কার্যালয়ের কাছেই একটি ভবনে কাজ চলছে এই গবেষণার। বর্তমান সময়ে প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্য সেবা, পরিধেয় ও হোম অ্যাপ্লায়েন্স ডিভাইসের দিকে নজর দিচ্ছে। এই ক্ষেত্রে পিছিয়ে থাকতে চায় না টেক জায়ান্ট অ্যাপল। একদিনে স্টিভ জবসের স্বপ্ন এবং প্রযুক্তি দুনিয়ায় প্রতিযোগিতারমূলক বাজারে এগিয়ে থাকতেই অ্যাপলের এই প্রকল্প।
এদিকে আরেক জায়ান্ট প্রতিষ্ঠান অ্যালফাবেট স্নায়ুজনিত রোগ নিরাময়ে গত বছর থেকে গ্ল্যাক্সোস্মিথক্লাইন পিএলসির কাজ করতে শুরু করেছে। তবে গুগলের পক্ষ থেকে এখনো এই সর্ম্পকিত কোনো ডিভাইস উন্মুক্ত করা হয়নি।
সূত্র: রয়টার্স