ডাস্টবিনে বিস্কুটের কার্টনে নবজাতকের মরদেহ !

0
30

নিউজ ডেস্ক:

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সিটি সেন্টারের সামনে ডাস্টবিন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। পরে তাকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ওই ডাস্টবিনে কার্টনের মধ্যে পাওয়া যায় নবজাতকের মরদেহটি। স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ ডাস্টবিনকে ঘিরে কৌতুহলী জনতার জটলা তৈরি হয়। ভিড় ক্রমান্বয়ে বাড়তে থাকলে কাছে গিয়ে দেখা যায়, এর ভেতরে বিস্কুটের কার্টনের মধ্যে একটি নবজাতকের মরদেহ।

এ ব্যাপারে সাভার মডেল থানার সেকেন্ড অফিসার জাকারীয়া হোসাইনের সাথে কথা বলে জানা যায়, পথচারীরা শপিংমলের সামনে ময়লা ফেলার স্থানে কার্টুনে ভিতরে শিশুর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।