বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

ডাব্বুর টপলেস ফটোশ্যুটে ‘ধোনির প্রেমিকা’

নিউজ ডেস্ক:

অনেক আলোচিত নায়িকাই টপলেস হয়েছেন ডাব্বুর সামনে। ডাব্বু রত্নানির ক্যামেরার সামনে টপলেস বা অর্ধনগ্ন হওয়াটা নতুন কোন ঘটনা নয়। এবার সেই তালিকায় নাম লেখালেন দিশা পাটানি। যিনি নজর কেড়েছেন ‘‌এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’র মাধ্যমে। ধোনির চরিত্রে অভিনয় করা সুশান্ত সিং রাজপুতের প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। এবার দিশা ক্যালেন্ডার গার্ল হলেন ডাব্বু রত্নানি ক্যালেন্ডারের জন্য। শুধু তাই নয়, টপলেস হয়ে সাহসী ফটোশ্যুট করেছেন তিনি। খুব শিগগিরই প্রকাশিত হবে এই ক্যালেন্ডার।

ফটোশ্যুটের অভিজ্ঞতা জানাতে গিয়ে দিশা লিখেছেন, ‘‌আমি স্মোকি চোখ এবং ব্লো-ড্রায়েড চুল চেয়েছিলাম। আমার মনে হয়, মেকআপ ত্বকের জন্য ক্ষতিকর। ত্বককে আসলে শ্বাস নিতে আর দিতে হয়। এই প্রথমবারের মতো ক্যালেন্ডারের জন্য শুট করলাম। পুরোটাই ডাব্বুর পরিকল্পনা। আমি কেবল ওর কথামতো কাজ করেছি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular