নিউজ ডেস্ক:
অবিলম্বে ডাকসুসহ সব ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে ঐক্যবদ্ধ ছাত্র সমাজ।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব সামনে এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
ঐক্যবদ্ধ ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু বলেন, ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় গঠিত হওয়ার পর ১৯২৪-২৫ এ ডাকসুর প্রতিনিধিত্ব তৈরি করা হয়। এরপর থেকে বাংলাদেশের যত আন্দোলন-সংগ্রাম হয়েছে সবকিছুতেই অগ্রণী ভূমিকা রেখেছে ডাকসুসহ সব ছাত্র সংসদ। তাই আরো একবার সঠিক নেতৃত্ব বেরিয়ে আসতে ডাকসুসহ সব ছাত্র সংসদ নির্বাচন অনিবার্য। যারা পরবর্তীতে বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধিশালী দেশ হিসেবে গড়ে তুলবে।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সানজিদ রহমান শুভ বলেন, ডাকসু নির্বাচন নিয়ে সবসময়ই সরকারের পক্ষ থেকে শীতল মনোভাব দেখা গেছে। যা ছাত্র সংসদ নির্বাচনে নেতিবাচক ভূমিকা পালন করছে। শাসক গোষ্ঠী চায় না ডাকসু নির্বাচন হোক। ছাত্রদের অধিকার রক্ষা, নেতৃত্বের বিকাশ ও জাতীয় জীবনে নানা সংকট কাটাতে ডাকসুসহ সব ছাত্র সংসদের বিকল্প নেই।
ঐক্যবদ্ধ ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি শাওন হোসেন, সাংগঠনিক সম্পাদক নাজিমুল ইসলাম তামিম, রবিউল ইসলাম রবি, বিপ্লবী দপ্তর সম্পাদক বিপ্লব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ঐক্যবদ্ধ ছাত্র সমাজের সংগঠক জাফরুল হাসান নাদিম প্রমুখ।