ডাউকি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ইন্তেকাল

0
1

নিজিস্ব প্রতিবেদকঃ

আলমডাঙ্গার ডাউকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে অবস্থানকালে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি এক ছেলে, তিন মেয়ে এবং স্ত্রী অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ডাউকি বশিরা মালিক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূরুল মসলেম জানান, গোলাম কিবরিয়া ডাউকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একজন সদালাপী ও দায়িত্বশীল মানুষ ছিলেন। বিদ্যালয়ের প্রতি তার গভীর মমতা ছিল। স্কুলের নির্ধারিত সময় ছাড়াও তিনি বিকেলে কিংবা ছুটির দিনগুলোতেও বিদ্যালয়ের দেখভাল করতেন। তাঁর অসংখ্য শিক্ষার্থী আজ সমাজের বিভিন্ন প্রভাবশালী পদে আসীন।

গতকাল বাদ আছর ডাউকি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষকের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে পূর্বপাড়া কবরস্থানে দাফন করা হয়। তার জানাজা ও দাফনকার্যে প্রতিবেশী, স্বজন, ছাত্র, গ্রামবাসীসহ শত শত মানুষ অংশ নেন। তার পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়ার অনুরোধ জানানো হয়েছে।