বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ডাইরেক্ট অ্যাকশনে পর্দায় ফিরছেন চিত্রনায়িকা পপি

অনলাইন ডেক্সঃ

দীর্ঘদিন ধরেই উধাও চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। প্রায় তিন বছর ধরে অন্তরালে রয়েছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। স্বামী-সন্তান নিয়ে সংসারে মনোযোগী পপি। যার কারণে মিডিয়া থেকে নিজেকে আড়ালে রেখেছেন।

পপি ২০১৯ সালে সবশেষ এফডিসিতে ‘সাহসী যোদ্ধা’ নামের সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন। সাদেক সিদ্দিকী পরিচালিত সিনেমাটি ২০২১ সালে ‘ডাইরেক্ট অ্যাকশন’ নামে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছিল। বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির খবর পাওয়া গেলেও শেষ মুহূর্তে পিছিয়ে যায়। তবে আগামী ২৩ আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক সাদেক সিদ্দিকী।

তিনি জানান, ‘ডাইরেক্ট অ্যাকশন’ ছবিটি সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্প নিয়ে নির্মিত হয়েছে।

এই সিনেমায় পপির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আমিন খান। বিভিন্ন চরিত্রে আরও রয়েছেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও শিরিন শিলা।

Similar Articles

Advertismentspot_img

Most Popular