বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের সামনে ৪৭৪ রানের বিশাল টার্গেট !

নিউজ ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট হারের মুখে ইংল্যান্ড। ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের সামনে ৪৭৪ রানের বিশাল টার্গেট রাখল প্রোটিয়াবাহিনী। তৃতীয় দিনের শেষে বিনা উইকেটে ১ রান তুলেছে ইংল্যান্ড।

প্রথম ইনিংসে ১৩০ রানে এগিয়ে থাকা দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৩৪৩ রান তুলে তাদের ইনিংস ঘোষণা করে। প্রোটিয়াদের পক্ষে হাশিম আমলা (৮০), ডিন এলগার (৮৭) ও অধিনায়ক ফ্যাফ ডু প্লেসির হাফ-সেঞ্চুরিতে ইংল্যান্ডের সামনে বড় রানের টার্গেট রাখে দক্ষিণ আফ্রিকা। শেষ দিকে ভার্নন ফিল্যান্ডের ঝোড়ো ৪২ রান রুটবাহিনীর রক্তচাপ আরও বাড়িয়ে দেয়।

শনিবার টেস্টে ৮ হাজার রানের মাইলস্টোন টপকান আমলা। ইংল্যান্ডের সফল বোলার মঈন আলি। ৭৮ রান দিয়ে চারটি উইকেট তুলে নেন ডানহাতি এই অফ-স্পিনার। জেমস অ্যান্ডারসন ও বেন স্টোকস দু’টি করে উইকেট নেন।

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৩৩৫ রানের জাবাবে ২০৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড ইনিংস। অধিনায়ক জো রুট ছাড়া কেউ দাঁড়াতে পারেননি। সর্বোচ্চ ৭৮ রান করেন রুট। তিন টেস্টের সিরিজে লর্ডসে প্রথম টেস্ট জিতে ১-০ এগিয়ে রয়েছে ইংল্যান্ড।

Similar Articles

Advertismentspot_img

Most Popular