বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

ট্রাম্প টাওয়ারে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের ‘ফুটবল’ !

নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রে পারমাণবিক অস্ত্রের পাসওয়ার্ড সংবলিত সুরক্ষাব্যবস্থার নাম হচ্ছে ‘ফুটবল’। আর এটি রাখার উদ্দেশে দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ট্রাম্প টাওয়ার’ এর একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছে পেন্টাগন। তবে এর জন্য কোনও ভাড়া পরিশোধ করতে হবে না পেন্টাগনকে।

রবিবার রয়টার্স এক প্রতিবেদনে এ কথা জানানো হয়, যে কোনো সময় পরমাণু অস্ত্র ব্যবহারের নির্দেশনা দিতে মার্কিন প্রেসিডেন্ট কিছু নিয়ম ও পাসওয়ার্ড ব্যবহার করেন। অত্যন্ত গোপনীয় এই পাসওয়ার্ড ও ব্যবহারবিধি যেখানে সংরক্ষিত থাকে তাকে ‘ফুটবল’ বলা হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক অবস্থানকালে এই সুবিধা ব্যবহার করবেন। তবে তিনি প্রায়ই যাতায়াত করেন ফ্লোরিডার পোম্পানো বিচ ও নিউজার্সির ট্রাম্প ন্যাশনাল গল্‌ফ ক্লাবে। সেসব স্থানেও এই ‘ফুটবল’ সুবিধা আছে কিনা তা জানাতে পারেননি হোয়াইট হাউজ, গোয়েন্দা সংস্থা বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

মার্কিন হাউজ আর্মড সার্ভিস এবং ইনটিলিজেন্স কমিটির কাছে লেখা প্রতিরক্ষা দফতরের কর্মকর্তার চিঠি থেকে এ বিষয়টি জানা গেছে। অবশ্য হোয়াইট হাউজের এক মুখপাত্র বলেছেন, ট্রাম্প সেন্টার ভাড়া নেয়ার বিষয়ে কিছুই জানেন না তিনি।

সূত্র: রয়টার্স

Similar Articles

Advertismentspot_img

Most Popular