ট্রাম্পের শ্রমমন্ত্রী হতে অনাগ্রহী অ্যান্ড্রু পুজডার !

0
32

নিউজ ডেস্ক:

রিপাবলিকান সিনেটরদের স্পষ্ট বিরোধিতার মুখে শ্রমমন্ত্রীর পদে মনোনয়ন থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন অ্যান্ড্রু পুজডার। ফাস্ট ফুড কোম্পানির এ নির্বাহী বুধবার নিজের নাম প্রত্যাহার করে নেন।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ খবর প্রকাশ করেছে।

ব্যক্তিগত ও ব্যবসায়িক জীবন, উভয় ক্ষেত্রে নানা সময় বিতর্কে জড়িয়েছেন মার্কিন এ ব্যবসায়ী। এর মধ্যে আছে স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার, অবৈধভাবে এক অভিবাসীকে গৃহকর্মে নিযুক্তকরণ ইত্যাদি। অ্যান্ড্রু পুজডারের সাবেক স্ত্রী অবশ্য এসব মিথ্যা বলে দাবি করেছেন। কিন্তু বিরোধী দলগুলো এর সপক্ষে জোরালো প্রমাণ উপস্থাপনে সক্ষম হওয়ায় অ্যান্ড্রু পুজডারকে নিয়ে অস্বস্তিতে পড়ে বিপাবলিকান সিনেটররা।

গত ডিসেম্বরে অ্যান্ড্রু পুজডারকে শ্রমমন্ত্রীর পদে মনোনয়ন দেয় ট্রাম্প প্রশাসন। কিন্তু সিনেটে সেই প্রস্তাব পাশ হওয়ার আগেই বুধবার নিজে থেকেই নিজের মনোনয়ন প্রত্যাহার করেন অ্যান্ড্রু পুজডার।