ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যাবে ক্লিনটন পরিবার!

0
40

নিউজ ডেস্ক:

আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন বিল ও হিলারি ক্লিনটন। বুধবার গার্ডিয়ান এ খবর প্রকাশ করেছে।

গত বছর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই করেন হিলারি। কিন্তু চূড়ান্ত ভোটে তিনি হেরে যান।

নির্বাচনে ট্রাম্পের প্রকাশ্য বিরোধিতায় মেতেছিলেন জর্জ ডব্লিউ বুশ। দলীয় প্রার্থী হওয়ায় নির্বাচনে ট্রাম্পকে ভোট দিতে হবে তাই তিনি নিজের ভোটাধিকার ক্ষমতাই প্রয়োগ করেননি। সম্প্রতি আমেরিকার সাবেক এ প্রেসিডেন্ট ঘোষণা দেন, তিনি সাবেক ফার্স্ট লেডি লরা বুশকে নিয়ে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন।

এরপরপরই ট্রাম্পের হাতে ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেয়ার ঘোষণা দেয় ক্লিনটন পরিবার। নির্বাচনী প্রচার প্রচারণায় ট্রাম্পের সঙ্গে হিলারির সম্পর্ক তিক্ত আকার ধারণ করে। নভেম্বর ট্রাম্পের কাছে হেরে যাওয়ার পর জনসমক্ষেও খুব একটা আসতেন না হিলারি। তাই ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে তিনি আসবেন কী না- তা নিয়ে গুঞ্জন শুরু হয়।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্টদের সপরিবারে হাজির থাকা অনেক আগ থেকেই রেওয়াজে পরিণত হয়েছে।

সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার ঘোষণা দিয়েছেন, ট্রাম্পের অভিষেকে সস্ত্রীক হাজির থাকার পরিকল্পনা আছে তার। তবে অসুস্থতাজনিত কারণে সাবেক প্রেসিডেন্ট সিনিয়র জর্জ বুশ (৯২) ও তার স্ত্রী বারবারা এতে আসবেন না বলে জানিয়েছেন।