বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ট্রাম্পকে সিরিয়ান শিশুর চিঠি !

নিউজ ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোলা চিঠি লিখেছে সাত বছরের সিরিয়ান বালিকা বানা আলাবেদ। বানার মা ফাতেমা বিবিসির কাছে সেই চিঠির বক্তব্য পাঠিয়েছেন এবং বলেছেন বানা প্রেসিডেন্ট ট্রাম্পের শপথের আগেই চিঠিটি লিখেছে।

গত ডিসেম্বর মাসে আলেপ্পো থেকে আটকে পড়া মানুষদের উদ্ধারের সময় পরিবারের সাথে উদ্ধার হয় বানা আলাবেদকেও। এখন সে তুরস্কে বসবাস করছে। অবরুদ্ধ আলেপ্পো থেকে বানা নিয়মিত টুইট করত। এসময় তার টুইটার অ্যাকাউন্ট বিশ্বজোড়া খ্যাতি পায়।

বানা আলাবেদের চিঠি

প্রিয় ডোনাল্ড ট্রাম্প,

আমার নাম বানা আলাবেদ এবং আমি সিরিয়ার আলেপ্পোর সাত বছরের এক বালিকা।

আমি গত বছর ডিসেম্বর মাসে অবরুদ্ধ পূর্ব আলেপ্পো থেকে পালিয়ে আসার আগ পর্যন্ত সিরিয়াতেই থাকতাম।

আমি সিরিয়ার সেইসব শিশুদের অংশ যারা সিরিয় যুদ্ধের ফল ভোগ করছে।

কিন্তু এখন তুরস্কের নতুন এক বাড়িতে আমি শান্তিতে আছি।

আলেপ্পোতে থাকার সময় আমি স্কুলে পরতাম, কিন্তু সেটা বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে।

আমার কিছু বন্ধু সেখানে মারা গেছে।

এজন্য আমার খুব দু:খ। তারা আমার সাথে এখানে থাকলে আমরা একসাথে খেলতে পারতাম।

আমি আলেপ্পোতে থাকতে খেলতে পারতাম না। সেটা ছিল এক মৃত্যুপুরী।

এখন তুরস্কে আমি বাইরে যেতে পারি এবং মজা করতে পারি।

আমি স্কুলেও যেতে পারি, যদিও এখনো যাওয়া শুরু করিনি।

একারণেই সবার জন্য শান্তি গুরুত্বপূর্ণ, আপনার জন্যও গুরুত্বপূর্ণ।

যাইহোক, সিরিয়ার লাখ লাখ শিশু এখনো আমার মত শান্তিতে নেই।

তারা সিরিয়ার বিভিন্ন অঞ্চলে যুদ্ধের কুফল ভোগ করছে।

তারা ভোগান্তিতে আছে বড় মানুষদের কারণে।

আমি জানি আপনি আমেরিকার প্রেসিডেন্ট হবেন, আপনি দয়া করে সিরিয়ার জনগণ ও শিশুদের রক্ষা করুন।

কারণ তারা আপনার সন্তানদের মতোই। তারাও আপনার মতো শান্তিতে থাকার অধিকার রাখে।

আপনি যদি প্রতিশ্রুতি দেন আপনি সিরিয়ার শিশুদের জন্য কিছু করবেন, তাহলে ধরে নেন আমি আপনার একজন নতুন বন্ধু।

আপনি সিরিয়ার শিশুদের জন্য কী করবেন, তা দেখার অপেক্ষায় রইলাম।
এদিকে, কিন্তু সিরিয়া ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প এখনো তার অবস্থান স্পষ্ট করেননি। নির্বাচনী প্রচারণা চলাকালে সিরিয়ার বিদ্রোহীদের সহায়তা দেয়া বন্ধ করে দেয়া হবে বলে তিনি উল্লেখ করেছিলেন। কিন্তু অতি সম্প্রতি তিনি সিরিয়ায় ‘সেফ জোনের’ গুরুত্ব তুলে ধরেছেন যেটা বিদ্রোহী বাহিনীকেই সহায়তা করবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular