ট্রাম্পকে বোমা মারতে চান পপস্টার ম্যাডোনা!

0
35

নিউজ ডেস্ক:

পপস্টার ম্যাডোনা হোয়াইট হাউসে বোমা মারতে চেয়েছিলেন! কারণ একটাই, ডোনাল্ড ট্রাম্পের জয়। অনেক শিল্পী, লেখকের মতোই ট্রাম্পের জয়ে খুশি হতে পারেননি পপ স্টার ম্যাডোনা। গত রবিবার মহিলাদের প্রতিবাদ মিছিলে যোগ জানিয়ে দিলেন, ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে দেশের কোন মহিলাই দেখতে চান না। যেদিন ট্রাম্প নির্বাচনে জিতেছিলেন, সেদিনই তার মনে ইচ্ছা হয়েছিল ট্রাম্পকে খতম করার। ভেবেছিলেন, যেদিন ট্রাম্প হোয়াইট হাউসে ঢুকবেন, সেদিনই বোমা মেরে উড়িয়ে দেবেন। তীব্র ক্ষোভ ধরা পড়েছিল তার গলায়।

রবিবারের মিছিলে প্রাথমিক ভাবে আসার কথা ছিল না ম্যাডনোরা। মিছিল শুরু হয়ে যাওয়ার পরেই হঠাৎ হাজির হন তিনি। সাংবাদিকদের স্পষ্ট ভাষাতেই জানিয়ে দেন নতুন প্রেসিডেন্টের সক্রিয় বিরোধিতায় সব সময় সামনের সারিতে থাকতে চান তিনি। আর থাকবেন নাই বা কেন!‌ নির্বাচনের সময় থেকেই মহিলাদের নানা ভাবে অপমান করেছিলেন ট্রাম্প। ক্ষমতায় আসার পরেই সাংবাদিকদের অমানুষ বলে গাল দিয়েছেন। এটা তার স্বভাব। তাই প্রতিবাদের ঝড়ও যে আগামী চার বছরে উত্তাল করবে আমেরিকা, সেটা শপথের রাতেই পানির মতো পরিষ্কার হয়ে গিয়েছে।