ট্রাক- পিকআপে সংঘর্ষে ময়মনসিংহে নিহত ৩ !

0
39

নিউজ ডেস্ক:

ময়মনসিংহের ফুলপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের বাইটকান্দি সকল্লার মোড়লবাড়ী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, ময়মনসিংহগামী মুরগি ভর্তি একটি পিকআপ ও শেরপুরগামী ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে দুজন এবং হাসাপাতালে নেওয়ার সময় একজন মারা যান। আহত হন দুজন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

আহত দুই ব্যক্তি হলেন সদর উপজেলার বোরহান (২০) ও আলামিন (২২)। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।