ট্রাক-অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষ লক্ষ্মীপুরে ট্রাকে কেড়ে নিলো স্বামী প্রান,আহত স্ত্রী !

0
38

 

মু.ওয়াছীঊদ্দিন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ-

লক্ষ্মীপুরে ট্রাক-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে স্বামী শাহজাহান নিহত ও স্ত্রী ঝুমুর বেগম গুরুত্বর আহত হয়েছে।

নিহত শাহজাহান চাঁদপুর জেলার মতলব উপজেলার শমশের আলীর ছেলে।

আজ (৭ মে) সোমবার লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরহাট বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে মজুচৌধুরীরহাট থেকে ব্যাটারী চালিত অটোরিক্সা যোগে লক্ষ্মীপুর আসার পথে হাজিরহাট বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘষের ঘটনা ঘটে। এতে গুরুত্বর আহত হন শাহজাহান ও তার স্ত্রী ঝুমুর বেগম। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। কর্ত্যবরত চিকিৎসক শাহজাহনের অবস্থা অবনতি দেখে তাকে নোয়াখালী হাসপাতালে প্রেরণ করেন। নোয়াখালী নেওয়া পথে সে মারা যায়।

লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. লোকমান হোসেন ঘটনাটি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়ে