বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

টেনিস ছাড়তে চেয়েছিলেন রজার ফেদেরার !

নিউজ ডেস্ক:

সুইস টেনিস তারকা রেকর্ড টানা ৩০২ সপ্তাহ বিশ্ব র্য্যাংকিংয়ে এক নম্বর অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছিলেন। ৩৫ বছর বয়সী এ কিংবদন্তী গ্ল্যান্ড স্লাম জিতেছেন ১৮টি। মাত্র ১৬ বছর বয়সেই জিতেছিলেন জুনিয়র উইম্বলডন। অথচ তিনিই কি না টেনিস ছেড়ে দেয়ার কথা ভেবেছিলেন! সম্প্রতি সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে ফেদেরার নিজেই জানিয়েছেন এ তথ্য।

ফেদেরার বলেন, আমার টেনিস যাত্রার শুরুর দিকটা খুবই কঠিন ছিল। আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমি প্রায়ই প্রথম রাউন্ডে ৬-২, ৬-৩ সেটে হেরে যেতাম। তখন নিজেই নিজেকে বলতাম ফেদেরার তুমি বাসেলের (সুইজারল্যান্ডের একটি শহর) সেরা খেলোয়াড় হলেও বিশ্ব মঞ্চে তুমিই কিছুই নও।

অল্পবয়স থেকে টেনিস শুরু করেছিলেন ফেদেরার। ম্যাচ হেরে গেলে আম্পায়ারের চেয়ারের পেছনে লুকিয়ে লুকিয়ে কাঁদতেন। প্রাপ্তব্য়স্ক হওয়ার পর হার মেনে নেয়া আরও কষ্টকর হয়ে পড়ে তার জন্য। ২০০৩ সালে দেয়ার এক সাক্ষাৎকারেও ফেদেরার নিজেই জানিয়েছিলেন এসব কথা। ১২ বছর বয়সের স্মৃতিচারণ করতে গিয়ে ফেদেরার একবার বলেছিলেন, হেরে যাওয়াটা আমাকে তখন খুব কষ্ট দিত। আমার অবস্থা শোচনীয় হয়ে পড়তো।

Similar Articles

Advertismentspot_img

Most Popular