বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

টেকসই উন্নয়নে শতভাগ স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের বিকল্প নাই: খন্দকার মোশাররফ !

নিউজ ডেস্ক:

টেকসই উন্নয়নে শতভাগ স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের বিকল্প নাই মন্তব্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিশ্বের কাছে বাংলাদেশ নিরাপদ পানি ও স্যানিটেশনে রোল মডেল। বাংলাদেশ নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশনের ক্ষেত্রে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে বিশুদ্ধ ও নিরাপদ পানি সরবরাহ এবং শতভাগ স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের বিকল্প নাই। গতকাল সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে ‘ঢাকা পানি সম্মেলন ২০১৭’ আয়োজনের লক্ষ্যে গঠিত সাব কমিটিসমূহের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশে উন্মুক্ত স্থানে মলমূত্র ত্যাগের হার এখন শতকরা ১০ ভাগেরও কম। এক্ষেত্রে আমরা পার্শ্ববর্তী দেশ সমূহের চেয়ে এগিয়ে আছি। আমাদের প্রতি ৮০ জন নাগরিকের জন্য ১টি করে পানির উৎস রয়েছে। অদূর ভবিষ্যতে প্রতি ৫০ জনের জন্য একটি করে পানির উৎস নিশ্চিত করার জন্য সরকার কাজ করে যাচ্ছে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব ইকরামুল হক এবং অতিরিক্ত সচিব নাসরিন আক্তারসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, আগামী ২৯ ও ৩০ জুলাই ঢাকায় ২৮টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে ‘ওয়াটার সাসটেইনস ডেভেলপমেন্ট’ শ্লোগানে পানি সম্মেলন ২০১৭ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular