হাবিবুল ইসলাম হাবিব, টেকনাফ: টেকনাফে সফর করেছেন বাংলাদেশ কোস্টগার্ড পুর্বজোনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। গতকাল ২ নভেম্বর সকালে বাংলাদেশ কোস্টগার্ড চট্টগ্রাম পূর্বজোনের চীফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম ওয়াসিম মাকসুদ (জি+) পিএসসি.বিএম, কমান্ডার এম মাযহারুল হক (জি+) বিএমের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল টেকনাফ সফরে আসেন। এসময় টেকনাফ কোস্টগার্ড ষ্টেশন কমান্ডার লেঃ জাফর ঈমাম সজীব প্রতিনিধি দলকে স্বাগত জানান। এর বিকালের দিকে তিনি টেকনাফে কর্মরত স্থানীয়, জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের নিয়ে কোস্টগার্ডের দায়িত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন।