টেকনাফ প্রতিনিধি: টেকনাফ সদর ইউনিয়নের জাতীয় ছাত্র সমাজের সভাপতি দেলোয়ার হোসেনের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে উপজেলা জাতীয় ছাত্র সমাজের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।
রোববার ১৯ নভেম্বর বিকাল ৪ টার দিকে মিছিলটি টেকনাফ পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলাচত্বরের সামনে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় টেকনাফ উপজেলার জাতীয় ছাত্র সমাজের সভাপতি আবদুল ওয়াজেদের সভাপতিত্বে ও টেকনাফ পৌরসভার জাতীয় পাটির সদস্য সচিব শাহজাহান এর পরিচালনায়, এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সৈয়দ ইফতেখার আহসান হাসান, প্রধান বক্তা ছিলেন জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ইব্রাহীম খান জুয়েল, বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পাটির নেতা মাষ্টার এম এ মনজুর, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সদস্য জিয়াবুল হক, কক্সবাজার জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক সুলতান মাহমুদ, সদস্য সচিব এম বেলাল উদ্দিন, কক্সবাজার শহর জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব গিয়াস উদ্দিন, টেকনাফ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মৌলভী জাহাঙ্গীল আলম, টেকনাফ পৌরসভার জাতীয় পাটির সভাপতি ইসমাইল কালু, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিয়াবুল হক। উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা জাতীয় শ্রমিক পাটির সাধারণ সম্পাদক খলিলুর রহমান, হোয়াইক্যং ইউনিয়ন জাতীয় ছাত্র সমাজের সভাপতি ইসমাইল, সাধারন সম্পাদক বনি আমিন, উপজেলা জাতীয় ছাত্র সমাজের নেতা গফুর আলম গুরা, নুরুল আবছার, সাদেক, শাহপরীরদ্বীপ সাংগঠনিক ইউনিয়নের জাতীয় ছাত্র সমাজের সভাপতি ওয়ারেজ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ও স্থানীয় সন্ত্রাসীদের হাতে নিহত দেলোয়ার টেকনাফে শিক্ষাঙ্গনে বিভিন্ন অপরাধের বিরুদ্ধে অপোষহীন ভাবে প্রতিবাদী ছিলেন। দীর্ঘ দিন ধরে সে এলাকার ইয়াবাসহ নানা রকম অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে। এলাকায় জনপ্রিয় হয়ে উঠেছে। মূলতঃ চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধের কাল হলো ছাত্র নেতা দেলোয়ারের। বক্তারা আরো বলেন, চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ও সন্ত্রাসীরা মনে করেছে একজন দেলোয়ারকে খুন করে পার পাওয়া যাবে। খুনের মাধ্যমে পুরো ছাত্র সমাজকে জাগিয়ে দেয়া হয়েছে। প্রিয় সহযোদ্ধা খুনের প্রতিটা রক্তের ফোঁটার বদলা নিতে হাজারো কর্মী মাঠে নেমেছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে খুনীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় পরের পরিস্থিতির জন্য পুলিশ প্রশাসনকে দায়ী থাকতে হবে।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর রাত ৭ টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়ার রাস্তার সামনে কুপিয়ে হত্যা করা হয় মেধাবী ছাত্র নেতা দেলোয়ার হোসেন (২০) কে। এ ঘটনায় স্থানীয় সন্ত্রাসীদের একটি চিহ্নিত অপরাধীচক্র জড়িত।