বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

টেকনাফ বাহারছড়ায় শতাধিক গাছ কেটে নিয়ে গেছে সন্ত্রাসীরা

জিয়াবুল হক , টেকনাফ :  টেকনাফ বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়া পাড়া এলাকায় চাঁদা না দেয়ায় ক্রয়কৃত জমি থেকে শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ গত ২০ জুলাই বিকাল সাড়ে ৪ টার দিকে কেটে নিয়ে গেছে স্থানীয় কিছু চিহ্নিত সস্ত্রাসীরা। এ ঘটনায় মালিক মোহাম্মদ হোসাইন বাদি হয়ে টেকনাফ মডেল থানায় এজাহার দায়ের করেছে।
এজাহার সুত্রে জানা যায়, গত ২০ জুলাই বিকাল সাড়ে ৪টার দিকে টেকনাফ বাহারছড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও নোয়াখালীয়া পাড়া এলাকার মৃত রাহমত উল্লহর পুত্র মোহাম্মদ হোসাইন এর কাছ থেেক স্থানীয় কিছু চিহ্নিত সস্ত্রাসী চাঁদা না দেওয়ার কথা জানালে মমতাজ আহম্মদরে পুত্র ছলিম উল্লাহ, শহি সোনা প্রকাশ সোনা বেবীর  নেতৃত্বে ৫/৮ জন সস্ত্রাসী অন্ত্রশন্ত্র নিয়ে দীর্ঘদিনের ক্রয়কৃত জমির বিভিন্ন ফলজ গাছগুলো কর্তন করে নিয়ে যায়। এবং তাদের চাঁদা না দেয়ায় বিকালে সন্ত্রাসী শতাধিক গাছ কর্তন করে। পরে সন্ত্রাসীরা পালিয়ে গিয়ে মোবাইল ফোনে মোহাম্মদ হোসাইন কে প্রাণ নাশের হুমকি দেয়।
এ ব্যাপারে মালিক মোহাম্মদ হোসাইন বলেন, এই জমির মালিক আমি রেজি: দলিল নং ৪৩০ তারিখ ০৯/০২/১১ ইং মুলে ক্রয় করিয়ে আমলে দখলে নিয়ে উক্ত জমিতে গাছপালা রোপন করি। এরপর গাছগুলো যখন বড় হচ্ছে তখনই এলাকার সন্ত্রাসীরা চাঁদা দাবী করে আসছে। সর্বশেষ তাদের চাঁদা না দেয়ায় গত ২০ জুলাই দিনে অস্ত্র সন্ত্র নিয়ে গাছগুলো কেটে নিয়ে যায়। এঘটনায় মোহাম্মদ হোসাইন বাদী হয়ে টেকনাফ থানায় এজাহার দায়ের করেছেন জানান তিনি।
এব্যাপারে টেকনাফ থানার এ এস আই ইয়াকুব আলী জানান, এঘটনায় অভিযোগটি পেয়েছি, অভিযোগটি তদন্তপুর্বক অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular