বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

টেকনাফ নাফনদী সীমান্তে চার রোহিঙ্গা নারী-শিশুর উদ্ধার

জিয়াবুল হক , টেকনাফ : টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ নাফনদী থেকে চার রোহিঙ্গা নারী-শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন।
গতকাল ৩০ আগষ্ট বুধবার সকালে লাশগুলো উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুইজন নারী ও দুইজন শিশু। গত রাতে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে টেকনাফের শাহপরীর দ্বীপের রোহিঙ্গা বোঝাই একটি নৌকা ডুবির ঘটনায় ঘটে। লাশগুলো দাফনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
সাবরাং ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম রেজা বলেন, গতকাল ভোররাতে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে রোহিঙ্গারা। নৌকাটি ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। সকালে খবর পেয়ে স্থানীয় লোকজন শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া ও মাঝেরপাড়া সৈকত থেকে চারজনের লাশ উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম জানান, স্থানীয়দের উদ্ধার করা চারজনের লাশসহ ৩১৯ জন রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে নাফনদীর সীমান্ত দিয়ে তাদেরকে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular