জিয়াবুল হক, টেকনাফ: “মাদকমুক্ত সমাজ গড়তে টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার বিশাল আয়োজনে শুরু হয়েছে টেকনাফ উপজেলা ১ম বিভাগ ফুটবল টূর্ণামেন্ট। এই টুর্ণামেন্টে অংশ গ্রহন করে টেকনাফ উপজেলা ৮টি দল। গত ৭ আগষ্ট সোমবার এই খেলাটির শুভ উদ্বোধন ঘোষনা করা হয়। উদ্বোধনী খেলায় হ্নীলা ওয়াব্রাং- ইয়ং বয়েস ¯েপার্টিং ক্লাব ৪-২ গোলে টেকনাফ কলেজ পাড়া ¯েপার্টিং ক্লাবকে-হারিয়ে ছিল। সেই ধারাবাহিকতায় ৮ আগষ্ট মঙ্গলবার ২য় দিনের খেলায় অংশ গ্রহন করে সাবরাং আচারবনিয়া ইয়ং স্টার ক্লাব বনাম হ্নীলা মৌলভী বাজার ক্রীড়া পরিষদ। উক্ত খেলায় হ্নীলা মৌলভী বাজার ক্রীড়া পরিষদ কে সাবরাং আচারবনিয়া ইয়ং স্টার ক্লাবের খেলোয়াড়রা ১-০ গোলে পরাজিত করে। পরর্বতী রাউন্ডে খেলার নিশ্চিত করেন।
জানা যায়, এই খেলাটি নকআউট পদ্ধতীতে চলছে। এই খেলায় যে দলটি পরাজিত হবে সেই দলটির এই আসরে আর খেলার সুযোগ নেই। আগামী কাল ৩য় দিনের খেলায় অংশ গ্রহন করবে হ্নীলা ফুটবল একাদশ বনাম লেদা ফুটবল একাদশ ।
উল্লেখ্য, মাদক মুক্ত সমাজ চাই,, খেলা ধুলার কোন বিকল্প নাই,, এই শ্লোগানে ৭ আগষ্ট টেকনাফ ১ম বিভাগ ফুটবল টূর্ণামেন্টের শুভ উদ্বোধন ঘোষনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি জাহিদ হোসেন ছিদ্দিক। এই সময় উপস্থিত ছিলেন, টেকনাফ মডেল থানা পুলিশ পরির্দশক( তদন্ত ওসি) শেখ আশরাফুজ্জামান , উপজেলা যুবলীগ সভাপতি নুরুল আলম, সাধারণ স¤পাদক ও সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসোইন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ স¤পাদক অনুপ বড়–য়া, সহ সভাপতি জসিম উদ্দিন, যগ্ম স¤পাদক হারুন-অর-রশিদ,নারী ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ স¤পাদিকা খালেদা জেসমিন,টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ স¤পাদক জিয়া রহমান জিয়া,টূর্ণামেন্ট পরিচালানা কমিটির সভাপতি মো: আলম বাহাদুর , সাধারণ স¤পাদক,মাহাবুব র্মুশেদ টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র আব্দুল্লাহ মনির , উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফজল কবির, পৌর যুবলীগ আহবায়ক তোয়াক্কল হোসেন যুগ্ন আহবায়ক মেধাবী ছাত্র নেতা মো. আবদুল্লাহ, যুবলীগ নেতা মোস্তাক, আনোয়ার, টেকনাফ উপজেলা ছাত্রলীগ সভাপতি সোলতান মাহমুদ, সাধারণ স¤পাদক সাইফুল ইসলাম মুন্নাসহ, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিসহ উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ প্রমুখ।
এদিকে বহুদিন পর হলেও টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হওয়ায় টেকনাফ উপজেলার ক্রিয়া প্রেমী সাধারণ মানুষ ও যুব সমাজের মাঝে ফিরে এসেছে আনন্দ। গত ৭ আগষ্ট টেকনাফের আপাময় জন সাধারণ বিশাল আয়োজনের এ খেলাটি মনের আনন্দে উপভোগ করতে পেরে আয়োজক কমিটির সভাপতি ও উপজেলা খেলোয়াড় সমিতির সভাপতি মো: আলম বাহাদুরসহ আয়োজক কমিটির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন।