বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিউল আলমকে বিদায়-সম্বর্ধনা !

হাবিবুল ইসলাম হাবিব, টেকনাফ :
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ শফিউল আলমকে বিদায়ী সম্বর্ধনা দিল টেকনাফ উপজেলার ক্রীড়াঙ্গনের নেতৃবৃন্দরা। ২২ মার্চ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিদায় সম্বর্ধনা উপলক্ষ্যে আয়োজিত এক সভা অনুষ্টিত হয়। উক্ত বিদায়ী অনুষ্টানের সভাপতিত্ব করেন উপজেলা খেলোয়াড় সমিতির সভাপতি মোহাম্মদ আলম বাহাদুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) এসিল্যান্ড তুষার আহমদ। বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার মো: ফেরদৌস হোসাইন, একাডেমীক সুপার ভাইজার মোহাম্মদ নুরুল আবছার, উপজেলা প্রকৌশলী মো: আবছার উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার নব-নির্বাচিত সাধারণ স¤পাদক জিয়াউর রহমান জিয়া, সাংবাদিক গিয়াস উদ্দিন, বশিরুল ইসলামসহ আরো অনেকে। এই মহতি সভাটি পরিচালনা করেন নব-গঠিত টেকনাফ পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক ও সাবেক ক্রিকেট খেলোয়াড় মোহাম্মদ আবদুল্লাহ। বিদায়ী এই সম্বর্ধনা সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থা ও খেলোয়াড় সমিতির সিনিয়র নেতৃবৃন্দরা।

Similar Articles

Advertismentspot_img

Most Popular