বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

টেকনাফে ২ বিজিবি অভিযানে ৩ কোটি ৩০ লক্ষ টাকার ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিক আটক

হাবিবুল ইসলাম হাবিব , টেকনাফ:  টেকনাফে ২ বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৩ কোটি ৩০ লক্ষ টাকার ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করতে সক্ষম হয়।
বিজিবি সুত্রে জানা যায়, গতকাল ১১ জুলাই গভীররাতে ২ বিজিবি সদস্যরা নাজিরপাড়ার বিওপির হাবিলদার মো: নজরুল ইসলামের নেতৃত্বে মিয়ানমার থেকে একটি ইয়াবার বড় চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার দকিক্ষণ জালিয়াপাড়া লবন মাঠে অবস্থান নেয়। পরে নাফনদী থেকে আসা কাপড় মোড়ানো ব্যাগে প্যাঁচানো অবস্থায় বিজিবি সদস্যদের দেখে পাচারকারীরা ব্যাগটি ফেলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে মিয়ানমার আকিয়াব জেলার মন্ডু শহরের সুধাপাড়ার আবুল বাশারের পুত্র মো: আয়াত (২০) ও মৃত মকবুল আহম্মদের পুৃত্র মো: মামুন (২৫) কে আটক করে।  এই সময় তাদের ব্যবহ্নত দুইটি মোবাইল ফোন জব্ধ করা হয়। ইয়াবার ব্যাগটি বিজিবি সদর দপ্তরে নিয়ে গিয়ে গণনা করে ৩ কোটি ৩০ লক্ষ টাকা মুল্যে ১ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। নিষিদ্ধ মাদক ইয়াবা বিক্রির লক্ষ্যে বহন এবং অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করার দায়ে আটককৃতদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করে ইয়াবা গুলো গতকাল ১১ জুলাই সকালের দিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে।
এব্যাপারে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল এস এম আরিফুল ইসলাম সংবাদের সত্যতা নিশ্চিত করে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular