টেকনাফ প্রতিনিধি:: টেকনাফে জমির পুর্ব শুক্রতার জের ধরে এক নিরহ ব্যক্তির ঘরে হামলা চালিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে টেকনাফ সাবরাং ইউনিয়নের রুহুল্লার ডেপা এলাকার মৃত আবদুল মজিদের পুত্র নাজির হোসেনের বসত বাড়ীতে পূর্ব শুক্রতার জের ধরে সন্ত্রাসীরা হামলা চালিয়ে তার স্ত্রী ফাতেমা খাতুন (৪০) কর্ণা শিশু তাকেসহ ৪ জনকে কুপিয়ে মারাত্নক আহত করেছেন স্থানীয় দুর্বৃত্তরা। এ ব্যাপারে টেকনাফ মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন।
আহতের পুত্র মোঃ রফিকুল ইসলাম জানান, স্থানীয় চেয়ারম্যান এর উপস্থিতিতে আমার বসত বাড়িতে ২৪ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫ টার দিকে সিকদার পাড়া এলাকার মৃত ইউসুফ এর ছেলে আমিরু, শব্বির মেম্বারের পুত্র হারুন, মন্ডল পাড়ার এলাকার কাসিম প্রকাশ বড়া কাসিমের পুত্র মোঃ হোসেন, রুহুল্লার ডেপা এলাকার সৈয়দ আহম্মদের ছেলে শব্বির আহম্মদ এর নেতৃত্বে অস্ত্র, কিরিচ, দা নিয়ে সন্ত্রাসীরা জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর চালায়। এর পর চলে যাওয়ার সময় একটি মোটলসাইকেলসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। অভিযোগকারী আরো জানান, এই জমি বিরোধ নিয়ে স্থানীয় চেয়ারম্যানের কাছে বিচারাধীন রয়েছে। উক্ত বিচারটি সমাধান করার জন্য দুই পক্ষের কাছ থেকে শর্থ মোতাবেক ৫০ হাজার টাকা জমা নিয়েছে। অথচ বিচারটি সমাধান না হওয়ার আগে আমার প্রতি পক্ষরা সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে আমাদের বসতবাড়ি ও আমার পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে আসে। শেষ খবর পাওয়া জন্য আহতদের চিকিৎসা চলছে।
ঘটনা সত্যতা নিশ্চিত করার জন্য সাবরাং ইউনিয়নের চেয়ারম্যান নুর হোসেন এর মোবাইলে একাধিকবার ফোন করার হয়। ফোন রিচিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন এর কাছে ঘটনা সত্যতা জানতে চাইলে তিনি বলেন, সাবরাং ইউনিয়নের এই সংক্রান্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।