টেইলরকে ফিরিয়ে চা-বিরতিতে বাংলাদেশ !

0
30

নিউজ ডেস্ক:

অভিজ্ঞ রস টেইলরকে ফিরিয়ে চা-বিরতিতে গেছে বাংলাদেশ। ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে শুরু থেকেই বোলিংয়ে আধিপত্য বিস্তার করে খেলছে বাংলাদেশ। রস টেইলরের উইকেট নিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি এনে দিয়েছেন মেহেদি হাসান মিরাজ।

এর আগে কামরুল ইসলাম রাব্বি ও তাসকিন আহমেদের বোলিংয়ে তিন উইকেট হারায় স্বাগতিকরা। চা-বিরতিতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫১ ওভার শেষে চার উইকেট হারিয়ে ১৯২ রান করেছে নিউজিল্যান্ড। ব্যাটিংয়ে আছেন হেনরি নিকোলস ও মিচেল স্ট্যান্টনার।

এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ২৮৯ রান করেছিল।