টি-২০ সিরিজও হারলো ইংল্যান্ড !

0
31

নিউজ ডেস্ক:

ওয়ানডে ও টেস্টের পর টি-২০ সিরিজও জিতে নিয়েছে ভারত। আগর দুই ম্যাচের প্রথমটি ইংল্যান্ড, দ্বিতীয়টি ভারত জয় পেয়েছিল।

সিরিজ নির্ধারিত ম্যাচে ইংল্যান্ডকে ৭৫ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছেন কোহলিরা।বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে সুরেশ রায়না ও ধোনির অর্ধশতক এবং যুবরাজের ১০ বলে ২৭ রানের ইনিংসের ওপর ভর করে ৬ উইকেটে ২০২ রান সংগ্রহ করে ভারত। জবাবে পরে ইংল্যান্ড শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত ১৬.৩ ওভারে ১২৭ রানে অলআউট হয়ে যায়। ভারতের হয়ে ২৫ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন অভিষিক্ত বোলার জাভেন্দ্র চাহাল।