বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

টি-২০ ক্রিকেটের পর এবার টি-১০ !

নিউজ ডেস্ক:

ক্রিকেট খেলা আরও সংক্ষিপ্ত হতে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় টি-২০ ক্রিকেটের পর এবার টি-১০ ক্রিকেট।

আর নতুন এই ধাঁচের এই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। ফুটবলের মতোই ৯০ মিনিটের মধ্যে খেলা শেষ হয়ে যাবে। ইতিমধ্যে টুর্নামেন্টে অংশ নেওয়ার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন বীরেন্দ্র শেবাগ, ক্রিস গেইল, শহীদ আফ্রিদি, কুমার সঙ্গাকারা।

টেন ক্রিকেট লিগ নামে এই প্রতিযোগিতার সভাপতি শাজি উল মুলক বলেছেন, শারজা ক্রিকেট স্টেডিয়ামে ২১ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। আমরা এই নতুন ধাঁচের ক্রিকেট নিয়ে আশাবাদী। ক্রিকেট এবার ৯০ মিনিটের খেলা হয়ে যাচ্ছে। এতদিন আমরা টি-২০ ম্যাচ উপভোগ করেছি। এবার টি-১০ উপভোগ করার অপেক্ষা।

Similar Articles

Advertismentspot_img

Most Popular