নিউজ ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি (বিসিবি) নাজমুল হাসান পাপন জানিয়েছেন, বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেট ফরম্যাটে নতুন অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানকে দায়িত্ব দেয়া হবে।
বিসিবি সভাপতি মঙ্গলার দিবাগত রাতে একটি বেসরকারি টিভি চ্যানেলকে এ কথা জানান। বর্তমানে সাকিব আল হাসান দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিতে টস করার সময় মাশরাফি টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন। বৃহস্পতিবারের ম্যাচটি খেলেই ২০ ওভারের ক্রিকেটকে বিদায় বলবেন বলেও জানিয়ে দেন।
সাকিব আল হাসান এর আগে বাংলাদেশ দলের অধিনায়ক থাকাকালে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছিলেন ৪ ম্যাচে। ২০০৯ এবং ২০১০ সালে ওই চার ম্যাচের কোনোটিতেই অবশ্য জিততে পারেনি টাইগাররা।