বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

টি-টুয়েন্টিতে এশিয়া একাদশকে কাতারের হোয়াইটওয়াশ !

নিউজ ডেস্ক:

কাতারে অনুষ্ঠিত এশিয়া স্টার একাদশ বনাম কাতার স্টার একাদশ এর মধ্যকার তৃতীয় টি-২০ ম্যাচেও জয় পেয়েছে কাতার।

কাতারের জাতীয় দিবস উপলক্ষে ম্যাচগুলো কাতারের একমাত্র ক্রিকেট ষ্টেডিয়াম এশিয়ান টাউনে অনুষ্ঠিত হয়।

টস জিতে কাতার স্টার একাদশ এশিয়া স্টার একাদশকে ব্যাট করার আমন্ত্রণ জানায়।এশিয়া স্টার একাদশ নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ২০৪ রানের বড় স্কোর সংগ্রহ করে।

দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ বলে অপরাজিত ৭৬ রান করেন পাকিস্তানি ব্যাটসম্যান মিসবাউল হক, সালমান বাট ৪৪ বলে ৫৮ ও ইয়াসির হামিদ ২৯ বলে ৪৩ রান ও শাহজাদ অপরাজিত ১৯ রান করেন।কাতার স্টার একাদশের ইকবাল ৩ ওভারে ২৭ রান দিয়ে নেন ১ টি ও মুরাদ ৪ ওভারে ২৯ রান দিয়ে নেন ১ টি উইকেট, বাংলাদেশী আরাফাত সানী ৩ ওভার বল করে ৩৯ রান ও ইলিয়াস সানী ৩ ওভার বল করে ৩৩ রান দিয়ে কোন উইকেট পাননি।

২০৫ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে গিয়ে কাতার স্টার একাদশের ওপেনিং জুটি ফায়সাল ও কামরানের ব্যাট থেকে ৬ ওভারে ৭২ রান আসে, কামরান ব্যক্তিগত ১৭ রানে আউট হলেও ফায়সালের ব্যাট থেকে আসে ৪৫ বলে ৯৯ রানের অনবদ্য ইনিংস। এনামুলের ৪০ বলে ৫৮ রান ও তাইমুরের ১১ রানে ১বল হাতে রেখে জয় নিশ্চিত হয় কাতার স্টার একাদশের।এশিয়া স্টার একাদশের সাঈদ আজমল ৪ ওভারে ২২ রান দিয়ে নেন ২ টি উইকেট ও জামাল হোসাইন ৩ ওভার ৫ বলে ২৬ রান দিয়ে নেন ১ টি উইকেট।

৯৯ রানের অনবদ্য ইনিংসের জন্য ফায়সাল ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন।কাতার স্টার একাদশের আছিম নির্বাচিত হন ম্যান অব দ্য সিরিজ।সিরিজে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশি আমিনুল ইসলাম।

Similar Articles

Advertismentspot_img

Most Popular