নিউজ ডেস্ক:
ফ্রান্সিস টিয়াফোকে স্ট্রেট সেটে (৭-৬(৭-২),৬-৩) হারিয়ে হারিয়ে মিয়ামি ওপেনের সূচনাটা ভালোই করেছেন ফেদেরার। স্ট্রেট সেটে হলেও ফ্রান্সিস টিয়াফোর বিরুদ্ধে সুইস তারকাকে লড়ে জিততে হয়।
১৯ বছরের টিয়াফো এখন বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০১ নম্বর। লাগাতার গৃহযুদ্ধে রক্তাক্ত সিয়েরা লিওন থেকে আমেরিকায় চলে এসেছেন তিনি। দ্বিতীয় সেটের টিয়াফো একবার ফেডেরারের সার্ভিস ব্রেকও করেছেন। তবে শেষ পর্যন্ত ৩৫ বছর বয়সী ফেদেরারকে থামাতে পারেননি।
ম্যাচ শেষে ফেদেরার বলেন, ও যে ভাবে ম্যাচটা শুরু করেছে , তা ভালো লেগেছে। ওর সার্ভিস দূর্দান্ত। এর আগেও আমি দু’বার ওর বিরুদ্ধে খেলেছি। একবার ফ্রান্সে এবং একবার যুক্তরাষ্ট্র ওপেনে। ও তখনই আমাকে অবাক করেছিল। তাই এবার ওর বিরুদ্ধে খেলে আমি অবাক হইনি। ওর মধ্যে প্রতিভা আছে। নিজেকে ধরে রাখতে পারলে ও অনেকদূর যাবে।