টিএসসির টাকা ক্ষতিগ্রস্তরা পেয়েছে কি না জানেন না ত্রাণ উপদেষ্টা

0
1

বন্যায় ত্রাণ সহায়তা করতে টিএসসিতে ছাত্র জনতার কার্যক্রমে যে অর্থ  পাওয়া গেছে সেগুলো ক্ষতিগ্রস্তদের দেয়া হয়েছে কি না তা জানেন না দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন তিনি। উপদেষ্টা বলেন, সাম্প্রতিক বন্যায় ১৪ হাজার ২৬৯ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পুনর্বাসনের জন্য কত অর্থ ব্যয় হবে তা এখনও নিরূপণ হয়নি।

এরইমধ্যে পুনর্বাসন শুরু হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, বন্যার্ত এলাকায় প্রাথমিকের ক্লাস শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার শিক্ষার্থীদের এক সপ্তাহের মধ্যে বই দেয়া হবে। একমাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।