বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

‘টিউবলাইট’-এর ৬০০ অভিনেতাকে প্রশিক্ষণ দিয়েছে ভারতীয় সেনা !

নিউজ ডেস্ক:

বাহুবলী-২ ছবির তাক লাগানো সাফল্যের পর বক্স অফিসে সাফল্য পাওয়ার বিষয়টি এখন ভারতের অন্যান্য তারকা ও নির্মাতাদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যদিও দঙ্গল ও বাহুবলী ২-এর পর দর্শকদের নজর এবার সালমান খানের ‘টিউবলাইট’-এর দিকে। আর সেই কারণেই ছবিকে ‘পারফেক্ট’ করে তুলতে কোনো কমতি রাখেননি পরিচালক কবির খান। এমনকি অভিনেতাদের প্রশিক্ষণের জন্য তিনি ভারতীয় সেনারও সাহায্য নিয়েছেন। খবর সংবাদ প্রতিদিনের।

‘বজরঙ্গি ভাইজান’ ছবির সাফল্যই সালমান-কবির খান জুটির দিকে তাকিয়ে বলিউড। আর তাই ‘টিউবলাইট’-কে সুপারহিটের তকমা পাইয়ে দিতে সবরকম কসরত করেছেন কবির খান। ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি। ইতোমধ্যেই ‘টিউবলাইট’-এর ট্রেলার গোটা ভারতে সাড়া ফেলেছে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ছবির কয়েকটি যুদ্ধের দৃশ্য শুট করানোর জন্য ৬০০ জন অভিনেতাকে সত্যিকারের সেনা প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। ভারতীয় সেনারাই সেই দায়িত্ব নিয়েছিলেন। এমনকি এই সব চরিত্রে অভিনেতা বেছে নেওয়ার জন্য বুট ক্যাম্পও তৈরি করা হয়েছিল। অভিনেতাদের চালচলন, হাবভাবে যাতে সম্পূর্ণ সেনাদের ছাপ থাকে, সে বিষয়ে জোর দিয়েছিলেন পরিচালক। বলিউড ছবিতে এমন পদক্ষেপের কথা সচরাচর শোনা যায় না। পার্শ্ব-চরিত্রের অভিনেতারা জানান, সেনাদের থেকে অনেক কিছু শিখেছেন তাঁরা। তাঁদের প্রশিক্ষণের জন্যই অনস্ক্রিনে পারফর্ম করাটা অনেক সহজ হয়ে গিয়েছিল।

Similar Articles

Advertismentspot_img

Most Popular