বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

টিউবলাইট’র টিজারের মূল আকর্ষণ সালমান নন !

নিউজ ডেস্ক:

বলিউড অভিনেতা সালমান খানের ছবিতে নায়িকা, খলনায়ক কেউ পাত্তা পান না। শুরু থেকে শেষ পর্যন্ত সালমানেরই আধিপত্য। অনেক নায়িকা তাই কাজ করতেও চান না সালমানের সঙ্গে। ‘দাবাং’ হিরোর নতুন ছবি ‘টিউবলাইট’। সম্প্রতি ছবির টিজার প্রকাশ করা হয়েছে।

কিন্তু এবার যেন উল্টো পথে হাঁটছেন সালমান। টিজারে তার কোনো অস্তিত্বই নেই। এর আকর্ষণ এক ঝাঁক শিশু। শিশু না বলে গায়ক বলতে হবে। টিজারে শোনা গেছে তাদের গাওয়া গান। টিজারের এসব শিশু মূলত সালমানের প্রতিবেশী। মুম্বাইয়ে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের আশেপাশেই থাকে তারা। ৬ থেকে ১১ বছরের মধ্যে বাচ্চাদের বেছে তাদের দিয়ে টিজারের জন্য গান রেকর্ড করেছেন সালমান।

নির্মাতা কবীর খান জানান, আমি আর সালমান দু’জন মিলেই ঠিক করি, কচিকাঁচাদের দিয়ে একটা গান রেকর্ড করাব। কিন্তু তার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত কাউকে চাইনি। তখনই ঠিক হয় ওর এলাকা থেকে বাচ্চাদের বেছে নেওয়া হবে। সালমানই ওদের স্টুডিওতে ডাকে এবং বুঝিয়ে দেয় কী করতে হবে। প্রোমো টিজারের মূল আকর্ষণ এই কোরাসই।

১৯৬২ সালের সিনো-ইন্দো যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি ‘টিউবলাইট’ ছবিতে অভিনয় করেছেন চীনা অভিনেত্রী ঝু ঝু ও ওম পুরি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular