বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত !

নিউজ ডেস্ক:

টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।

এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আলাউদ্দিনের নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পদক্ষিণ করে মাওলানা ভাসানীর মাজার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে মাওলানা ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ শেষে মোনাজাত করা হয়। এরপর প্রশাসনিক ভবনের সামনে এসে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, কুচকাওয়াজ প্রদর্শন, বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্যবৃন্দ, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. এ. এস. এম সাইফুল্লাহ, বিজ্ঞান অনুষদের ডিন ড. পিনাকী দে, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কমিটির আহবায়ক ও টিই বিভাগের চেয়ারম্যান ড. মোঃ ইকবাল মাহমুদ, রেজিস্ট্রার ড. মোহাঃ তৌহিদুল ইসলামসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্টসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular