টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার ম্যুরাল সোমবার রাতে এক্সক্যাভেটর (ভেকু) দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
মুক্তমঞ্চের পাশে স্থাপিত ম্যুরালের কেন্দ্রে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং দুই পাশে জাতীয় চার নেতার প্রতিকৃতি। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে ‘কিছু ব্যক্তি’ এক্সক্যাভেটরের সাহায্যে ম্যুরালটি ভেঙে ফেলে।
এর আগে, চলতি বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের দিনও ম্যুরালটি হামলার শিকার হয়েছিল। সেসময় ম্যুরালের দুই পাশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবার সেটি পুরোপুরি ধ্বংস করা হলো।
তবে এই ঘটনায় প্রশাসনের কোনো পক্ষই এখনও নিশ্চিত তথ্য দিতে পারেনি। টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহাম্মেদ বলেন, “এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। তাই এ মুহূর্তে কিছু বলতে পারছি না।”