নিউজ ডেস্ক:
দেশের বিভিন্ন জায়গার মোবাইল কোম্পানীর টাওয়ারে ব্যবহৃত যন্ত্রপাতি চুরিচক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই)। গ্রেফতারকৃতরা হলো- নাদিমুজ্জামান (২৮), সাব্বির হোসেন ওরফে রাজীব (৩০), সানাউল (২২), মোঃ মফিজ (২৬), মোঃ বাবুল (৩০), শফিকুল ইসলাম (৩৫) ও হারুন (৩৬)। পিবিআই হতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৯ জুন, ২০১৮ দুপুর সাড়ে বারটায় মিরপুর মডেল থানার উত্তর পীরেরবাগ এলাকা হতে তাদেরকে গ্রেফতার করে পিবিআই ঢাকা মেট্রো’র একটি দল।
পিবিআই সূত্রে জানানো হয়, তাদের কাছে তথ্য আসে যে, মিরপুর উত্তর পীরেরবাগের ১/ডি আলো মঞ্জিল এর পাশের নির্মাণাধীন একটি বিল্ডিং-এ চোরাইমাল কেনা-বেচা হবে। ওই তথ্যের ভিত্তিতে ছদ্মবেশে সেখানে অবস্থান নেয় পিবিআই ঢাকা মেট্রোর একটি দল। বেলা অনুমান সাড়ে বারটায় সেখানে একটি পিকআপ নিয়ে মালামাল নিতে আসে দুই জন। পুলিশ ওই দুইজনসহ বিক্রেতা ওই বিল্ডিং এর কেয়ারটেকার বাবুলকে গ্রেফতার করে। ক্রেতা সেজে আসা ওই দুইজন হলো শফিকুল ও হারুন। গ্রেফতার করা হয় পিকআপ চালক মফিজকেও।
এ সময় পুলিশ সেখান রাখা ২ ভোল্ট এর ২৪ টি ব্যাটারি যার গায়ে গ্রামীণ ফোনের লোগোসহ Poperty of Grameen Phone Ltd লেখা আছে, ১২ ভোল্টের ২টি বড় ব্যাটারি, ব্যাটারী বহনকারী চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-১৬-৩৫৮৭, ২টি সেলাই রেঞ্জ, ঢালি রেঞ্জ ছোট বড় ১০টি, ছোট বড় ৪টি স্ক্রু ড্রাইভার, প্লাস ১টি, ক্যাবল কাটার ১টি, গুটি হ্যান্ডেল ২টি, এলেঙ্গি সেট ২টি, গুটি ২টি, ব্যাটারী ক্যাবল কানেকটিং তার ৪ টি, টাই সাদাকালো ২০ পিস, ব্যাটারি পাত ১২ পিস, কারটন ট্যাপ লম্বা অনুমান ৫ ফিট, বিভিন্ন সাইজের ৪ টি স্টীলের তালা ও একটি কালো রংয়ের স্কুল ব্যাগ উদ্ধার করে।
পরবর্তী সময়ে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নাদিমুজ্জামান, সাব্বির হোসেন ওরফে রাজীব ও সানাউলকে গ্রেফতার করে।
পিবিআই আরো জানায়, গ্রেফতারকৃত নাদিমুজ্জামান, সাব্বির হোসেন ওরফে রাজীব ও সানাউল উক্ত মালামাল দেশের বিভিন্ন জায়গার মোবাইল কোম্পানীর টাওয়ারে ব্যবহৃত যন্ত্রপাতি মাঠ পর্যায় হতে চুরি করে। আটক ড্রাইভার মোঃ মফিজ এর পিকআপ ভ্যানে করে উক্ত চোরাই মালামাল নিয়ে এসে কেয়ারটেকার বাবুলের নিকট জমা রাখে। শফিকুল এবং হারুন মোবাইল কোম্পানীর টাওয়ারে ব্যবহৃত যন্ত্রপাতি ও গ্রামীনফোন কোম্পানীর লোগো সম্বলিত চোরাইকৃত ব্যাটারীগুলোর কিনে থাকে।