বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

‘টাইটানিক’ তারকা কেটের যে ছবি ভাইরাল !

নিউজ ডেস্ক:

‘মাউন্টেন বিটওয়েন আস’ নামের একটি ছবির অভিনয় নিয়ে ব্যস্ত আছেন ‘টাইটানিক’ খ্যাত অভিনেত্রী কেট উইন্সলেট। ছবিতে তার সঙ্গে অভিনয় করছেন ইদ্রিস অ্যালবা।

সম্প্রতি ছবির শুটিংয়ের একটি ঘনিষ্ঠ দৃশ্যের ছবি নিজের টুইটারে শেয়ার করেছেন কেট। ছবিতে দেখা যাচ্ছে রাস্তার মধ্যেই সর্বসাধারণের মাঝে অ্যালবাকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন কেট।

ছবিটি শেয়ার করে কেট লিখেছেন, ‘মাউন্টেন বিটওয়েন আস’ একটি প্রেম ও আবেগের গল্প। দুর্ঘটনার পর ভালোবাসার দুজন মানুষ একে অপরকে খুঁজে পাওয়ার জন্য কী রকম আকুল হয়ে ওঠে এবং কতটা বাধার সম্মুখীন হয় তাই তুলে ধরা হয়েছে ছবিটিতে। আমার বিশ্বাস এটি সবার ভালো লাগবে।

এরইমধ্যে তার ওই ছবিটি ভাইরাল হয়ে গেছে অনলাইনে। বর্তমানে কানাডায় এ ছবিটির শুটিং চলছে। ছবিটি পরিচালনা করছেন হানি আবু আসাদ। একটি বিমান দুর্ঘটনা নিয়ে তৈরি হচ্ছে এ ছবিটি। চলতি বছরের অক্টোবরে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular