টাইগারদের শ্রীলঙ্কা সফরের সময়সূচি ঘোষণা !

0
26

নিউজ ডেস্ক:

ঐতিহাসিক ভারত টেস্টের পর বাংলাদেশের সামনে এখন শ্রীলঙ্কা সফর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেছে পূর্ব ঘোষিত এই সফরের সময়সূচি।

দু’টি টেস্ট, তিনটি ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টি নিয়ে সাঁজানো এই সফরকে সামনে রেখে টাইগারদের প্রস্তুতি পর্ব শুরু হবে ২৪ জানুয়ারি থেকে। তবে ভারত টেস্টের পর ১২ দিনের ছুটি পেয়ে মাহমুদউল্লাহ ও তামিম ইকবাল এখন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে পাকিস্তানে অবস্থান করছেন। এছাড়া ছুটি কাটাতে আরও কয়েকজন ক্রিকেটারের বিদেশ সফরের কথাও শোনা যাচ্ছে।

শ্রীলঙ্কা সফরের সূচি

টেস্ট সিরিজ

দুই দিনের প্রস্তুতি ম্যাচ : ২-৩ মার্চ (মরাটুয়া ক্রিকেট স্টেডিয়াম)

প্রথম টেস্ট : ৭-১১ মার্চ (গল)

দ্বিতীয় টেস্ট : ১৫-১৯ মার্চ (কলম্বো)

ওয়ানডে সিরিজ

প্রস্তুতি ম্যাচ : ২২ মার্চ (কলম্বো)

প্রথম ওয়ানডে : ২৫ মার্চ (ডাম্বুলা, দিবা-রাত্রি)

দ্বিতীয় ওয়ানডে : ২৮ মার্চ (ডাম্বুলা, দিবা-রাত্রি)

তৃতীয় ওয়ানডে : ১ এপ্রিল (এসএসসি)

টি-টোয়েন্টি সিরিজ

প্রথম টি-টোয়েন্টি : ৪ এপ্রিল (আরপিআইসিএস)

দ্বিতীয় টি-টোয়েন্টি : ৬ এপ্রিল (আরপিআইসিএস)