নিউজ ডেস্ক:
টাইগারদের বিপক্ষে আজ দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে পেস বিভাগে শক্তি বাড়িয়েছে স্বাগতিকরা। শক্তিশালী দল গঠনে আকস্মিকভাবেই যুক্ত হয়েছেন দুই পেসার।
সিরিজে ফিরতে মরিয়া টিম শ্রীলঙ্কা। সে পরিকল্পনাতেই লঙ্কান বোলিং লাইনআপের দৈন্যদশা কাটাতে দলে যোগ দিয়েছেন অভিজ্ঞ পেসার নুয়ান কুলাসেকারা। স্কোয়াডে আরও যোগ দিয়েছেন টেস্ট পেসার হিসেবে পরিচিত নুয়ান প্রদীপ। মূলত পেস বোলিং বিভাগকে শক্তিশালী করতে অভিজ্ঞ এই দুই পেসারকে দলে ডাকা হয়।
এদিকে, প্রথম ম্যাচে সাকিবের নেওয়া জোরালো শটে বল আটকাতে গিয়ে হাতে ব্যথা পান পেসার সুরঙ্গা লাকমাল। পুরোপুরি ফিট না হওয়াতে দ্বিতীয় ম্যাচে তার একাদশে থাকা নিয়ে শঙ্কা রয়েছে।
উল্লেখ্য, তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল স্বাগতিক শ্রীলঙ্কা। লঙ্কান বোলারদের পাত্তা না দিয়ে ৩২৪ রান তুলেছিল টাইগাররা। ৯০ রানের বড় পরাজয় সঙ্গী হয় শ্রীলঙ্কার।