বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত টাইগারদের !

নিউজ ডেস্ক:

দীর্ঘ ১১ বছরের অবসান ঘটিয়ে পর বাংলাদেশের মাটিতে টেস্ট সিরিজ খেলতে এসেছে অস্ট্রেলিয়া। মিরপুরে শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে জিতে টাইগার অধিনায়ক মুশফিকুর রহিমব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

ম্যাচটি শুরু হবে রবিবার বাংলাদেশ সময় সকাল ১০ টায়। আর সরাসরি সম্প্রচার করবে বিটিভি, গাজী টিভি ও স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান।

এখন পর্যন্ত ক্যাঙ্গারুদের বিপক্ষে মাত্র দুটি সিরিজই খেলা হয়েছে। সেই দুই টেস্ট সিরিজে মাত্র চারটি টেস্টেই থামতে হয়েছে বাংলাদেশকে। তবে ১১ বছর আগের সেই অজিদের ঠিকই কাঁপিয়ে দিয়েছিলো বাংলাদেশ। আর এবারের চিত্রটা আরও ভিন্ন। ফলে লড়াইটা হাড্ডাহাড্ডিই হওয়ার কথা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ-

তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম , মুস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ-

স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, নাথান লায়ন, জশ হ্যাজেলউড।

Similar Articles

Advertismentspot_img

Most Popular