বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

টম ক্রুজের চতুর্থ স্ত্রী ভেনেসা কিরবি !

নিউজ ডেস্ক:

হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ চতুর্থবারের মতো বিয়ের আসনে বসতে যাচ্ছেন এমন খবর চাউর হয়েছে। পাত্রীর নাম ব্রিটিশ অভিনেত্রী ভেনেসা কিরবি। টম ক্রুজের মতো ততটা অভিজ্ঞ কিংবা জনপ্রিয় নন ভেনেসা।

কিন্তু ‘দ ক্রাউন’ সিরিয়ালে ভেনেসার অভিনয় দেখে নাকি খুবই মুগ্ধ হয়েছেন টম ক্রুজ। ২৮ বছর বয়সী এ অভিনেত্রীকে নাকি বিয়েও করতে চান তিনি।

ভেনেসা অবশ্য গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এসব ‘সত্যি নয়’ বলে দাবি করেছেন। টম ক্রুজের ‘মিশন : ইম্পসিবল ৬’ এ অভিনয় করবেন কিরবি। টম ক্রুজ নিজেই কিরবিকে চূড়ান্ত করেছেন ছবিটির জন্য।

কিরবিকে বিয়ে করলে এটা হবে ৫৪ বছর বয়সী টম ক্রুজের চতুর্থ বিয়ে। আমেরিকান এ অভিনেতা প্রথম বিয়ে করেন অভিনেত্রী মিমি রজার্সকে, ১৯৮৭ সালে। ১৯৯০ সালে দ্বিতীয় বিয়ে করেন অস্কারজয়ী অস্ট্রেলীয় অভিনেত্রী নিকোল কিডম্যান। ২০০৬ সালে অভিনেত্রী কেটি হোমসকে বিয়ে করেন ক্রুজ। কিন্তু কোনো বিয়ে শেষ পর্যন্ত টেকেনি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular