নিউজ ডেস্ক:
টঙ্গী কলেজগেট এলাকা গতকাল রবিবার দুপুরে বিকাশের টাকা ছিনতাইকালে এক পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছে। গুরুতর আহত পুলিশ সদস্য হাবিবকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষ সূত্রে জানা যায়, গতকাল দুপুর আড়াইটায় বিকাশ কর্মকর্তা লুৎফর রহমান কলেজগেট এলাকা থেকে বিকাশের টাকা সংগ্রহ করে তাদের একটি মাইক্রোবাসে উঠার সময় একদল ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় মাইক্রবাসে অবস্থানরত আনসার কর্মীরা ছিনতাইকারীদের বাধা দিলে উভয়ের মাঝে ধস্তাধস্তি দেখা দেয়। বিষয়টি পার্শবর্তী শিল্প পুলিশ নায়েক হাবিব দেখতে পেয়ে এগিয়ে গেলে তাকে বেধম মেরে আহত করে। এখবর পুলিশ ক্যাম্পে পৌঁছালে বেশ কয়েকজন পুলিশ ধাওয়া দিয়ে ছিনতাইকারী ইয়াছিনকে আটক করে।
এদিকে টঙ্গী সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কাজী মুঞ্জুর বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানার চেষ্টা করলে পুলিশ কাজী মুঞ্জুরকেও আটক করে পিটুনি দিয়ে ক্যাম্পে নিয়ে যায়। পরে কলেজ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহসড়ক অবরোধ করে রাখে।
এব্যপারে শিল্প পুলিশের এএসপি আমিরুল আলম বলেন ছাত্রলীগ নেতা কাজী মঞ্জুর সাথে আমাদের একটু ভুল বুঝা বুঝি হয়েছে।