বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ঝিনাইদহ শহরে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ভুয়া চিকিৎসকের কারাদন্ড

ঝিনাইদহ সংবাদদাতাঃ  ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে অসিত কুমার নামে এক ভুয়া ডাক্তারকে ৩ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ঝিনাইদহ শহরের পোস্ট আফিস মোড়ে নোবেল ড্রাগ হাউজে অভিযান চালিয়ে ওই চিকিৎসককে আটক করে এ দন্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির। আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন অসিত কুমার।

এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে শহরের পোস্ট অফিস মোড়ের নোবেল ড্রাগ হাউজে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে আদালত বসিয়ে তাকে মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন মোতাবেক ৩ মাসের কারাদন্ড দেওয়া হয়। আদালতে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা.প্রসেনজিৎ বিশ্বাস পার্থসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। দন্ডিত ভুয়া চিকিৎসক শহরের বেপারিপাড়ার গৌর গোপালের ছেলে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular